কোভিড-১৯ এর চরম ঝুঁকিতে আছে স্বাস্থ্যসেবা জনোগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সেচ্ছাসেবক এমএইচভিরা। সারাদেশে গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা সৃষ্টি করেছেন কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকের অবদান ও ভূমিকাকে আরও অর্থবহ করে তোলার জন্য গ্রামীণ স্বাস্থ্যকাঠামো,সেবাদানক্ষেত্র ও আয়োজনকে আরও অধিকতর সম্প্রসারিত করার জন্য অংশ হিসাবে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ করেছেন সরকার। গ্রমীন জনগনের নিকট মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবার গ্রহণযোগ্যতা বাড়ানো ও স্বাস্থসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় সফল্যজনকভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হল এমএইচভির লক্ষ্য। করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি বাড়িতে কোভিট১৯ এ আক্রান্ত রোগী রয়েছে।আর এই করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চলছে কঠোর লকডাউন।এই কঠিন পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে এমএইচভিদের সামান্য কিছু ভাতার বিনিময়ে। এম এইচ ভিরা জীবনের ও পরিবারের ঝুঁকি নিয়ে এই কঠিন পরিস্থিতিতে যে নিরালস কাজ করে যাচ্ছে তাদের নিরাপত্তা কে দিবে?
আমি বান্দরবান সদর উপজেলা এমএইচভি।আপনাকে অসংখ্য ধন্যবাদ