কোভিড-১৯ এর চরম ঝুঁকিতে আছে স্বাস্থ্যসেবা জনোগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সেচ্ছাসেবক এমএইচভিরা। সারাদেশে গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা সৃষ্টি করেছেন কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকের অবদান ও ভূমিকাকে আরও অর্থবহ করে তোলার জন্য গ্রামীণ স্বাস্থ্যকাঠামো,সেবাদানক্ষেত্র ও আয়োজনকে আরও অধিকতর সম্প্রসারিত করার জন্য অংশ হিসাবে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ করেছেন সরকার। গ্রমীন জনগনের নিকট মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবার গ্রহণযোগ্যতা বাড়ানো ও স্বাস্থসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় সফল্যজনকভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হল এমএইচভির লক্ষ্য। করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি বাড়িতে কোভিট১৯ এ আক্রান্ত রোগী রয়েছে।আর এই করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চলছে কঠোর লকডাউন।এই কঠিন পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে এমএইচভিদের সামান্য কিছু ভাতার বিনিময়ে। এম এইচ ভিরা জীবনের ও পরিবারের ঝুঁকি নিয়ে এই কঠিন পরিস্থিতিতে যে নিরালস কাজ করে যাচ্ছে তাদের নিরাপত্তা কে দিবে?

এমএইচভিদের কথা তুলে ধরার জন্য
অসংখ্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
আমি বান্দরবান সদর উপজেলা এমএইচভি।আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ😍😍