দেশব্যাপী কোভিড-১৯ গণ টিকাদান কর্মসূচিতে সেচ্ছাসেবী হিসেবে এমএইচভিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে

এমএইচভির কন্ঠস্বর

বিশ্বজুড়ে চলছে মহামারী কোভিড-১৯ এর প্রকোপ। আমাদের দেশেও তার ভয়াবহতা আমরা দেখছি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর টিকাদানই এ নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায়। তাই ৭ই আগস্ট থেকে সরকার দেশব্যাপী গণ টিকাদান কার্যক্রম শুরু করেছে। এই টিকাদান কর্মসূচিতে সেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এমএইচভিরা। স্বাস্থ্যসেবা খাতে এমএইচভি নিয়োগ মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ। এমএইচভিদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। সাথে সাথে বিভিন্ন জাতীয় প্রোগ্রাম ও টিকাদান কর্মসূচি এমএইচভিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এমএইচভিদের ভাতা বাড়ানোর জন্য।

1 thought on “দেশব্যাপী কোভিড-১৯ গণ টিকাদান কর্মসূচিতে সেচ্ছাসেবী হিসেবে এমএইচভিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *