এমএইচভিদের কাজের বিবরণ
প্রসবের জন্য গর্ভবতী মহিলাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ।
প্রসবকালীন সেবার ক্ষেত্রে করণীয়
১. উদ্দিষ্ট এলাকার সকল গর্ভবতী মহিলার প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করতে সচেষ্ট হবেন;
২. প্রসবের জন্য দ্রুত গর্ভবতী মহিলাকে নিকটস্থ সিসি/ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করবেন;
৩. কোন কারণে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নেওয়া সম্ভব না হলে দক্ষ প্রসব-সহায়তাকারীর উপস্থিতিতে নিরাপদ প্রসব নিশ্চিত করবেন;
৪. গর্ভকালীন সময় হতেই গর্ভবতী মা ও তাঁর পরিবারকে প্রসব পরিকল্পনা ও নিরাপদ প্রসবের ৩টি বিলম্ব সম্পর্কে অবগত করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করবেন।
প্রসব পরিকল্পনা
জীবন বাঁচাতে সিদ্ধান্ত গ্রহণে ৩টি দেরি রােধ করতে সচেষ্ট হতে হবে।এই ৩টি দেরির মধ্যে যে কোন ১টি দেরি হলেই গর্ভবতী ও নবজাতকের মৃত্যুঘটার সম্ভাবনা থাকে। তাই কেবল সঠিক প্রসব পরিকল্পনা করেই গর্ভবতী ও নবজাতকের সুস্থজীবন নিশ্চিত করা যায়।
* কোথায় ডেলিভারি করানাে হবে সে ব্যাপারে পরিবারে আগে থেকেই সিদ্ধান্ত নিতে এমএইচভিকে সাহায্য করতে হবে;
* প্রসব করানাের জন্য নিকটস্থ সিসি/ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ হাসপাতাল সাথে যােগাযােগ করে রাখুন; হাসপাতালে সম্ভব না হলে সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত সিসি/প্রসব সহায়তাকারী ঠিক করে রাখুন এবং যােগাযােগের জন্য তাঁর মােবাইল নম্বর সংগ্রহ করুন। গর্ভকালীন সময়ের প্রথম থেকেই অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে পরামর্শ দিন;
* প্রয়ােজনের সময় সিসি/ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/হাসপাতাল নেওয়ার জন্য যানবাহন আগে থেকেই ঠিক করে রাখুন এবং তাঁদের মােবাইল নম্বরও সাথে রাখুন; প্রসবকালীন প্রয়ােজনের জন্য রক্তদাতা জোগাড় করে রাখুন এবং তাঁদের মােবাইল নম্বর সাথে রাখুন।
জরুরি প্রসূতিসেবা গ্রহণে ৩টি বিলম্ব
বিলম্ব-১ সেবাগ্রহণে অনাগ্রহ
* গর্ভাবস্থার বিপজ্জনক লক্ষণ সম্পর্কে সাধারণের অজ্ঞতা/আর্থিক সমস্যা
* গর্ভকালীন ও প্রসবােত্তর সেবার সুফল সম্পর্কে শিক্ষার অভাব
* মায়ের স্বাস্থ্যহীনতা
বিলম্ব-২ চিকিৎসাকেন্দ্রে যেতে দেরি
সেবাকেন্দ্রের দূরত্ব
* যানবাহনের অসুবিধা
* খরচ
* সঙ্গে যাওয়ার লােকের অভাব
বিলম্ব-৩ সঠিক চিকিৎসা পেতে দেরি
উচ্চতর চিকিৎসা অপর্যাপ্ত ও অসফল ব্যবস্থা
* প্রেরিত রােগীকে অগ্রাধিকার ভিত্তিতে না দেখা
* অপর্যাপ্ত সেবাপ্রদানকারী
* সেবা প্রদানকারীদের দক্ষতার অভাব
* অপর্যাপ্ত সরঞ্জাম/সামগ্রী/ঔষধ
এই তিনটি বিলম্ব দূর করার মাধ্যমে
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা সম্ভব।
এমএইচভির কন্ঠস্বর
www.mhvbd.com