মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে গন টিকা কার্যক্রমে এমএইচভিরা আজ অক্লান্ত পরিশ্রম করেছেন।

এমএইচভির কন্ঠস্বর

বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা। বাংলার প্রতিটি মানুষ পাবে চিকিৎসা সেবা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন এমএইচভিগন। করোনা ভাইরাস মহামারির এই সময়ে কোভিড-১৯ প্রতিরোধের জন্য চলছে সারা দেশব্যাপী টীকা কার্যক্রম। এই টীকা কার্যক্রমে নিরালস কাজ করে যাচ্ছেন এমএইচভি ভাই ও বোনেরা। আজ ২৮শে সেপ্টেম্বর ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সারাদেশে গন টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই গন টিকা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্নকরণে এমএইচভিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রত্যেক এমএইচএমভি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রীর জন্মদিনের এই গন টীকা কার্যক্রমে।

কিন্তু এমএইচভিদের ভাতা মাত্র ৩৬০০ টাকা। তাও মাসে মাসে দেওয়া হয়না। কখনো ৬ মাস বা তারো বেশি সময় পরে দেওয়া হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে এমএইচভিদের একটাই চাওয়া তাদের একটা কিছুর ব্যবস্থা করা হোক। যেনো তারা সুষ্ঠু ভাবে জীবন যাপন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *