আজ ১৮ই জুন ২০২৩ সারাদেশে পারিচালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শিশুর অন্ধত্ব রোধ ও অকাল মৃত্যুর হার কমাতে প্রত্যেক বছর ২ বার করে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয় বাংলাদেশে। বাংলাদেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে আজ। তবুও থেমে থাকে নি কোন এমএইচভি ভাই বোন। কোন অলসতা না করে বৃষ্টির মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে সফভাবে সম্পন্ন করেছেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। তবুও এমএইচভিদের নেইকোন মান-মর্যাদা অবহেলিত হচ্ছে পদে পদে। যে যার মত কাজ করিয়ে নেয় কিন্তু পর্যাপ্ত সম্মানটুকু দেয় না। আর না কেউ এমএইচভিদের নাম করে। এমএইচভিদের দিয়ে কাজ করিয়ে নিজেদের নামে চালিয়ে দেয়।
জাতীয় পুষ্টিসেবা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সারা দেশে এমএইচভি নিয়োগ দেয়ার আগে অনেক সেচ্ছাসেবীরা কাজ করতো। তারপরেও কোথাও জানি অপূর্নতা থেকে যেত। যখন থেকে এমএইচভিরা এই জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তখন থেকে শতভাগ নিশ্চিত ভাবে সেবা পাচ্ছে প্রতিটি শিশু। কোন শিশুই বাদ পড়ছে না এই পুষ্টিসেবা কার্যক্রম থেকে।
জাতীয় পুষ্টিসেবা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সারা দেশে এমএইচভি নিয়োগ দেয়ার আগে অনেক সেচ্ছাসেবীরা কাজ করতো। তারপরেও কোথাও জানি অপূর্নতা থেকে যেত। যখন থেকে এমএইচভিরা এই জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তখন থেকে শতভাগ নিশ্চিত ভাবে সেবা পাচ্ছে প্রতিটি শিশু। কোন শিশুই বাদ পড়ছে না এই পুষ্টিসেবা কার্যক্রম থেকে।