অবশেষে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার এমএইচভিদের সার্বিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। আর মাত্র ২ মাস চলবে। ৩০/০৯/২০২৩ ইং পর্যন্ত কার্যক্রম চলবে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে নিউজটা। কেনোইবা প্রকল্প গ্রহন করা হলো আর কেনোই বা বন্ধ করা হলো। প্রকল্পের উদ্দেশ্য কি ছিলো? সেটা কি অর্জন হয়ে গেছে? এতোগুলো মানুষ এটাকে অবলম্বন করে একটা আশায় ছিলো। তাদের কথা কি ভাবা হলো? ২১০০০ এমএইচভিদের কথা তারা ভাবলোনা। কেউ কোনো আশায় থাকতোনা। যদি প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করে দিতো। ৫ বছরের কথা বলে ৭ বছর চলমান। অনেক ছেলে মেয়েদের চাকরির বয়স শেষ হয়ে গেছে। পারবেন তাদের সেই সময়গুলো ফেরত দিতে? অনেক মানুষ এটাকে বাঁচার অবলম্বন ভেবেছিলো….
নোটিশ-
নোটিশ দেখতে এখানে ক্লিক করেন
এমএইচভির কন্ঠস্বর
www.mhvbd.com