প্রধানমন্ত্রীর অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করেন কমিউনিটি ক্লিনিক। সেই থেকে কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনগনের স্বাস্থ্যসেবা দিয়ে আচ্ছে। এই সেবা কার্যক্রম আরো বেগবান করতে ও স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ৪র্থ সেক্টর (4th HPNSP) কর্মসূচিতে (জানুয়ারি ২০১৭ থেকে জুন ২০২২ মেয়াদ পর্যন্ত) সিবিএইসি অপারেশলান প্লানের আওতায় ২৬ টা জেলার ১০৬ টা উপজেলায় ২৪০০০ মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) নিয়োগ দেওয়া হয়। সেই থেকে আজ পর্যন্ত মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াররা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
এক জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার ২৫০ থেকে ৩০০ বা তারো বেশি খানায় স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, তাছাড়া ইপিআই কাজে সহযোগিতা, কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ডিউটি, করোনা টিকা কার্যক্রমের শুরু থেকে ডিউটি, মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার তার কর্ম এলাকার জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য মাসে ১২ টি উঠান বৈঠক করে থাকেন, এবং তার ব্লকে প্রতিটি খানা মাসে কমপক্ষে একবার ভিজিট করে থাকেন, প্রতিটি জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমে কাজ করে থাকেন। তাছাড়া কিছু কিছু উপজেলায় জনবল কম থাকার কারনে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ডিউটি করাচ্ছে। করোনা মহামারীর এই সময়ে বিনা সুরক্ষা সামগ্রী ছাড়া মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াররা জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে। এতো কিছুর পরেও একজন ভলান্টিয়ারের মাসিক ভাতা ৩৬০০ (তিন হাজার ছয় শত) টাকা মাত্র। তা থেকে ১০% ভ্যাট কর্তন করা পরে এক জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার মাসে ৩২৪০ (তিন হাজার দুইশত চল্লিশ) টাকা ভাতা পায়। এই সামান্য টাকা ভাতা তবুও বিগত ৭ মাস কোনো ভাতা পাচ্ছেনা মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারা। এবং করোনা টিকার সেচ্ছাসেবী হিসাবে কাজ করছে শুরু থেকে তার জন্যও কোনো টাকা পাচ্ছেনা। সব মিলিয়ে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াররা খুবই কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছে।
অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এইযে, দেশের প্রতিটি সেক্টরে যে উন্নয়নের বন্য বয়ে চলেছে সেই স্রোতে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের ও সামিল করে নিতে। যেনো তারা দুইবেলা দুমুঠো খেয়ে পরে জীবন ধারন করতে পারে।
জাকিরুল আলম
মোবাঃ 01711-858123
হ্যাঁ আমাদের ও এক মত