মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের গন টিকা কার্যক্রমে দায়িত্ব পালন কালে দুষ্কৃতকারীদের দ্বারা আহত কক্সবাজার জেলার, চকোরিয়া উপজেলার, কৈয়ারবিল ইউনিয়নের, আলি নুর সিসির এমএইচভি আব্দুর রহমান, পিতা শাহ আলম, মাতা রাবেয়া বেগম।
ঘটনাটি ঘটে সকাল আনুমানিক সাড়ে নয় টার দিকে। জানা যায়,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের গন টিকা কার্যক্রমে দায়িত্ব পালন কালে কতিপয় ক্ষমতাবান ব্যাক্তি তাদের ক্ষমতার জোরে রেজিষ্ট্রেশন না করিয়া টিকা নিতে চাইলে এমএইচভি আব্দুর রহমান তাদেরকে রেজিষ্ট্রেশন করার কথা বুঝিয়ে বলে। কিন্তু তারা বিষয়টা না বুঝে ক্ষমতার দাপট দেখিয়ে এমএইচভি আব্দুর রহমানকে প্রচুর মার ধর করে রক্তাক্ত করে ফেলে। পরে চকোরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমএইচভি আব্দুর রহমান বর্তমান চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এই ঘটনায় সারাদেশের এমএইচভিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সাথে সাথে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে।