এমএইচভিরা জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে সতস্ফুর্ত ভাবে দায়িত্ব পালন করেছে

এমএইচভির কন্ঠস্বর

১১ থেকে ১৪ ডিসেম্বর ২০২১ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। এই জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমে অংশ নিয়েছে এমএইচভিরা। দরিদ্র জনগনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে এমএইচভিরা। ভিটামিন এ ক্যাপসুল খায়ানোর খবর ও বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আচ্ছে এমএইচভিরা। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য সহকারীর সাথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো এবং রিপোর্ট প্রদানে সার্বিক সহযোগিতা করেছেন এমএইচভিরা। বিনা পারিশ্রমিকে দিনের বেশির ভাগ সময় কাজ করছেন এমএইচভিরা শুধুমাত্র স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।

 

এমএইচভিদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ছবি

 

1 thought on “এমএইচভিরা জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে সতস্ফুর্ত ভাবে দায়িত্ব পালন করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *